গুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির আলোচনা সভা

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

গুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুরো গুলবাগ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা গত ৩ এপ্রিল উত্তর আগ্রাবাদ বেপারীপাড়া গুলবাগ সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে সংগঠনের সভানেত্রী কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন। উদ্বোধক ছিলেন চসিক ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। বিশেষ অতিথি ছিলেন চসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহিদা বেগম পপি। প্রধান বক্তা ছিলেন বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. হাশেম, মো. হাসনাইন, মো. দিদারুল ইসলাম, সৈয়দ ফিরোজুর রহমান, আওরঙ্গজেব (বাবুল), আনছারুল হাছনাইন ওয়াসিফ, মো. হারুন, মো. শাহজাহান, মো. আশরাফ উদ্দীন মাহমুদ, মো. শাহ আলম, সিকদার আহম্মদ, মো. মোর্শেদুল আলম, তানজীম ইবনে রফিক।
বক্তারা বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে পুরো গুলবাগ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আশা করি এই মহতী কাজে সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে খনন করা হবে পৌর এলাকার মরা খাল
পরবর্তী নিবন্ধকৃষি জমির মাটি কাটার মহোৎসব