চট্টগ্রাম বন্দরের তহবিল থেকে ১ শতাংশ অর্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রদানের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল এক প্রতিক্রিয়ায় তিনি আজাদীকে জানান, বন্দরের আয়ের একটি অংশ চট্টগ্রামের উন্নয়নে সিটি কর্পোরেশনকে প্রদানের জন্য দীর্ঘদিন থেকে দাবি ছিল। আমি মেয়র নির্বাচিত হওয়ার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্পোরেশনে এসেছিলেন। তখন আমি বন্দরের আয়ের এক থেকে দুই শতাংশ অর্থ কর্পোরেশনকে প্রদানের বিষয়টি তুলেছিলাম। তখন তিনি বলেছিলেন এটা বন্দরের আইনে নেই। এটা একমাত্র পারবেন প্রধানমন্ত্রী। অবশেষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১ এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। এর মাধ্যমে প্রমান হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি কতো আন্তরিক। এর মাধ্যমে নগরীর উন্নয়নের গতি আরো বেগবান হবে। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীও বন্দরের আয়ের একটি অংশ চট্টগ্রামের উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনকে প্রদানের দাবি জানিয়েছিলেন। নির্বাচিত হয়ে আমিও একই দাবি করেছি। এটা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এখন প্রধানমন্ত্রী সে প্রত্যাশা পূরণ করেছেন।