মানবসেবামূলক সংগঠন হাসির পক্ষ থেকে জনসাধারণের তৃষ্ণা নিবারনের জন্য পঞ্চম ধাপে নগরীতে বিশুদ্ধ ঠান্ডা পানির মেশিন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাস্তার সামনে ৫ম পানির মেশিন স্থাপন করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এ বিশুদ্ধ পানির মেশিনের উদ্বোধন করেন। হাসির প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী মো. মুছলেহ উদ্দিন মুন্নার সার্বিক সহযোগিতায় এর আগে নগরীর কোতোয়ালী থানার সামনেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরো চারটি মেশিন স্থাপন করা হয়েছে।
এ পর্যন্ত মোট ৫টি মেশিন স্থাপন করে হাসি সংগঠন সর্বসাধারণকে বিশুদ্ধ ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করেছে। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন সাবেক বেসরকারি কারা পরিদর্শক আব্দুল মান্নান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোর্শেদ, সাইফুদ্দিন দস্তগীর, আইয়ুব, আবুল হাসনাত রাসেল, জসিম উদ্দিন, লিটন, সাইফ, সৌমিক, অভি, হিমেল, সায়মন, সৌরভ, আশরাফ জামান, হাসান মুরাদ।











