মীরসরাইয়ে সংবাদিকের আত্মহত্যা

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

মীরসরাই পৌরসদরে এক সংবাদকর্মী আত্মহত্যা করেছে। নিহত সংবাদকর্মী সুজন চন্দ্র মন্ডল দৈনিক ইত্তেফাকের মীরসরাই উপজেলা প্রতিনিধি। এছাড়া তিনি দৈনিক আজাদীর সাবেক প্রতিনিধি নীরদবরণ মন্ডলের একমাত্র পুত্রসন্তান।
মীরসরাই সদরের মাতৃকা হাসপাতালের সম্মুখস্থ তার ব্যক্তিগত কার্যালয় থেকে গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান, ওসি অপারেশান দীনেশ চন্দ্র তার মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় সুজনের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় মোটা প্লাস্টিকের পাইপ লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। পরিবার ও নিকটস্থ বন্ধুদের সূত্রে জানা গেছে, সুজন সকাল ১১ টা নাগাদ স্বাভাবিক চলাফেরায় ছিল। দুপুর ১২টার পর তাকে আর কেউ দেখেনি। পাশের বাসার লোকজন জানায়, গত ৩ দিন সে বাসায় ভাতও খাচ্ছিল না। তবে এমন অনিয়ম প্রায় নিত্য। সাংসারিক জীবনে সুজন এক কন্যা সন্তানের জনক। সাংবাদিকতার পাশাপাশি সে স্থানীয় মাতৃকা হাসপাতালের ল্যাব টেকনেশিয়ান পদে কর্মরত ছিল। সুজনের এমন অকাল মৃত্যুতে মীরসরাইয়ের সকল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওসি মুজিবুর রহমান জানান, সদালাপি এই সংবাদকর্মীর এমন মৃত্যুতে আমরাও হতভম্ব।
মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামশেদ আলম বলেন, সুজন এমন একটি কাজ করবে ভাবতেই পারছি না।

পূর্ববর্তী নিবন্ধডা. ক্যাপ্টেন আবুল কাশেমের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধহাসির বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন