প্রেমঘটিত বিষয় নিয়ে পরিবারের সাথে ঝগড়া কিশোরীর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীর এনায়েত বাজার গোয়াল পাড়া এলাকায় প্রেমঘটিত বিষয় নিয়ে পরিবারের সাথে ঝগড়া করে রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রোজিনা ওই এলাকার মো. হানিফের মেয়ে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে বলেন, এক যুবকের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পরে আরেক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। এ নিয়ে পরিবারের সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সবার অগোচরে নিজের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগর্জনিয়ায় অপহৃত তরুণীর মৃত্যু
পরবর্তী নিবন্ধক্লান্তি ভুলতে গোল বৃত্তে ব্যাগ রেখে ফুটপাতে