চন্দনাইশে আরো ১টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় যৌথ এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাজনীন সুলতানা নীপা’র নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ওই এলাকার মেসার্স শাহ ছুফি ব্রিকস ম্যানুফ্যাকচারিং (এসবিএম) নামে ইটভাটাটি গুড়িয়ে দেয়া হয়। অভিযানে ভাটার চিমনি গুড়িয়ে দেয়ার পাশাপাশি পোড়ানোর জন্য প্রস্তুতকৃত কাঁচা ইটও ধ্বংস করা হয়।
অভিযানে র্যাব-৭, চন্দনাইশ থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করা হচ্ছে।
তিনি বলেন, “পর্যাক্রমে চট্টগ্রাম জেলায় লাইসেন্সবিহীন অবৈধ সকল ইটভাটা ধ্বংস করা হবে।”