রাউজানের কদলপুরে বন বিভাগের সৃজন করা বাগানে আগুনে পুড়েছে কয়েক হাজার গাছ। গত রোববার সকালে আগুনের সূত্রপাত হয়ে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার বিকালেও বাগানের ভেতর লেলিহান শিখা দেখা গেছে। তবে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আসেন। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পানি না থাকায় তাদেরকে লাঠি দিয়ে আগুনের বিস্তার রোধ করতে দেখা গেছে।
জানা যায়, রাউজান কদলপুর ইউনিয়নের আশরাফ নগর এলাকায় চট্টগ্রাম উত্তর বন বিভাগ ইছামতি রেঞ্জের ৪৫ হেক্টর পাহাড় টিলায় বনায়ন করে। গত বছর টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় এই বনায়ন করা হয়। বন বিভাগের তথ্যানুসারে, কদলপুর ও পূর্ব রাউজান মৌজায় সৃষ্ট বাগানে গামারি, চিকরাশি, শীল কড়ই, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছে চারা রোপণ করা হয়েছে। স্থানীয়রা জানান, গত রোববার থেকে বনে আগুন দেখা যায়। প্রথম দিনে কয়েক হাজার পুড়ে গেছে। রাতের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের পাহাড়ি টিলায়। রাউজান ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, দুপুর দেড়টায় আমরা ৯৯৯-এ কল পেয়ে ঘটনস্থলে আসি। কিন্তু আশপাশে কোথাও পানি না থাকায় গাছের ঢাল আর লাঠি দিয়ে আগুনের বিস্তার রোধের চেষ্টা করছি। চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের কর্মকর্তা খসরুল আমীন জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এর সূত্রপাত সম্পর্কে আমরা কিছুই বলতে পারছি না। ধারণা করছি, শুকনো পাতায় কেউ জলন্ত সিগারেট ফেলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, বাগানের ভেতর ঘুরে ক্ষয়ক্ষতির নিরূপণের চেষ্টা করছি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।