কালুরঘাট বেতার কেন্দ্রের ইতিহাস বিকৃত করার চেষ্টা হলে প্রতিরোধ : ছাত্রলীগ আজাদী প্রতিবেদন

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির লক্ষ্যে কর্মসূচি দিলে বিএনপিকে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে মহানগর ছাত্রলীগ। গতকাল সোমবার মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া দস্তগীর এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে তারা বলেন, আগামী ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী সারাদেশ যখন আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন বিএনপি ২৭ মার্চ কালুরঘাট স্বাধীনতা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের ইতিহাস কলঙ্কিত করার লক্ষ্যে অপকৌশলে মাঠে নামার চেষ্টা করছে। যদি তারা এ ধরনের চেষ্টা করে তার পরিণাম হবে ভয়াবহ।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা ইতোমধ্যে বিভিন্ন পত্রিকা ও অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি বিএনপি-জামায়াত সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের দোসররা ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা দিবস উদযাপনের নামে স্বাধীনতার ঘোষণা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা এবং ইতিহাস বিকৃতির ঘৃণ্য অপকৌশল নিয়েছে। মহানগর ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার লক্ষ্যে দুর্বৃত্তদের কোনো ধরনের অপতৎপরতা বীর চট্টলার পবিত্র মাটিতে করতে দেওয়া হবে না। যদি এমন কোনো কর্মসূচির দৃষ্টতা দেখায় বীর চট্টলার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বনে আগুন
পরবর্তী নিবন্ধধুলোয় ধূসর সদরঘাট বাংলাবাজার এলাকা