দায়িত্ব যথাযথ মর্যাদার সাথে পালন করব

আবদুস সবুর লিটন

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

প্রথম প্যানেল মেয়র ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন আজাদীকে জানান, প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার অনুভূতিটা অন্যরকম। প্রথমত বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত করে এলাকাবাসী আমাকে কর্পোরেশনে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এলাকাবাসীর এই সুযোগের পর আজ (গতকাল সোমবার) প্যানেল মেয়র নির্বাচনে প্রথম হওয়ার অনুভূতি খুবই মিষ্টি-মধুর। এটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। আমার সহকর্মীরা আমাকে যে সম্মান দিয়েছেন আমি তার মর্যাদা রাখার চেষ্টা করবো। প্যানেল মেয়র হওয়া অনেক ভাগ্যের ব্যাপার-এ জন্য আমি আমাদের অভিভাবক শ্রদ্ধেয় মেয়র এবং আমার সহকর্মী কাউন্সিলর ভাইদের কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব যথাযথ মর্যাদার সাথে পালন করবো। কাউন্সিলরের পাশাপাশি বাড়তি আরও বড় দায়িত্ব পেলাম। আরও বড় পরিসরে-ব্যাপক আঙ্গিকে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। সবাইকে সাথে নিয়ে নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করবো। এজন্য সকলের দোয়া চাই।

পূর্ববর্তী নিবন্ধজনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে কাজ করতে চাই
পরবর্তী নিবন্ধএকের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, ভয়াল পরিস্থিতি