নগরীর দামপাড়াস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ আন্তঃক্লাব তর্ক যুদ্ধ’-র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর চীফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মো. ইফতেখার মনির ও আইন বিভাগের সহকারী অধ্যাপক হিল্লোল সাহা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর একেএম তফজল হক বলেন, বিতর্ককে শিল্পের পথে নিয়ে যেতে পিইউডিএস কাজ করছে। বিশেষ অতিথি ছিলেন এম. মঈনুল হক, প্রফেসর ইফতেখার মনির, হিল্লোল সাহা। পিইউডিএস-এর সাবেক সভাপতি কাজী নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিইউডিএস-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার তানভির আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে ‘মুজিববর্ষ আন্তঃক্লাব তর্ক যুদ্ধে’ প্রিমিয়ার ইউনিভার্সিটিকে চ্যাম্পিয়ন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রানার আপ ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। আইআইইউসি-র আদিব ওয়াহিদ বিন কাদেরকে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির মোহাম্মদ মেহেদী রহমান নিকাশকে ডিবেটার অব দ্য ফাইনাল ঘোষণা করে পুরস্কার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।