জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়া। সভার শুরুতে করোনাকালে অবদানের জন্য ডা. বিদ্যুৎ বড়ুয়াকে জননেত্রী শেখ হাসিনা পরিষদ মহানগরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য পরিষদের মহানগর সহ-সভাপতি প্রকৌশলী মো.রেজাউল করিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিদর্শন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের নগর সহ-সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী। বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য শহীদুল ইসলাম দুলদুল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) ইলিয়াছ কামরু, আব্দুল জব্বার, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, সালমা বেগম, ইসমত পাশা চৌধুরী, খোরশেদ আলম সোহেল, প্রকাশ ঘোষ পিকলু, সিদরাতুল এ্যানি, প্রিয়াংকা, মো: আলী, রওশন আরা, নুরুন্নাহার, রূপনা দে, ডা. রতন চক্রবর্তী, আহকাম ইবনে মিশন, নেজাম উদ্দিন, সুমন বড়ুয়া, আমজাদ হোসেন, ইকবাল হোসেন ভূঁইয়া, ফরহাদ হোসেন মোস্তফা, কে.এইচ এম তারেক, এম.এম. হাসান রাজধন প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন। প্রেস বিজ্ঞপ্তি