দুই হাজার কেজি (দুই টন) জাটকা জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। কোস্টগার্ড পূর্ব জোনসহ যৌথভাবে গতকাল দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি সাম্পান থেকে জাটকাগুলো জব্দ করা হয়। এসময় জাটকার মালিককে পাওয়া যায়নি।অভিযানে অংশ নেয়া মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, জব্দকৃত জাটকা জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর নির্দেশনায় ২৯টি এতিমখানা, মন্দির ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ কর্মকর্তা বলেন, গত ১১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও সংরক্ষণে নিষেধাজ্ঞা আছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ।