সুন্নীয়ত প্রতিষ্ঠায় ইমাম শেরে বাংলা স্মরণীয় হয়ে থাকবেন

কনফারেন্সে বক্তারা

| সোমবার , ১৫ মার্চ, ২০২১ at ৯:৩৬ পূর্বাহ্ণ

ইমাম শেরে বাংলা (রহ.) রিসার্চ একাডেমির উদ্যোগে ইমাম শেরে বাংলা কনফারেন্স গত শনিবার বিকাল ৩টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন ষোলশহর আলমগীর খানেকায় অনুষ্ঠিত হয়। ইমাম শেরে বাংলা (রহ.) রিসার্চ একাডেমির চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ ইউনুছ আজিজি রজভীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন। উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন। মূখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা মঈনুদ্দীন আশরাফী।
কনফারেন্সে বক্তারা বলেন, আক্বীদার বিশুদ্ধতা ব্যতিত কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। বিশ্বে সাধারণ মুসলমানের ইমাম আক্বীদা ধ্বংস করার জন্য যখন বিভিন্ন বাতিল সম্প্রদায় মাথাচাড়া দিয়ে উঠেছে তখনি ইমাম শেরে বাংলা (রহ.) তার ক্ষুরধার লেখনী, জ্ঞানগর্ভ বক্তব্য ও তর্ক যুক্তির মাধ্যমে মানুষকে সুন্নিয়তের প্রতি আহ্বান জানান এবং বাতিল পন্থীদের কবর রচনা করেন। বিশ্বে সুন্নীয়তের বীজ বপনের ক্ষেত্রে ইমাম শেরে বাংলার (রহ.) অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। আলোচনায় অংশগ্রহণ করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ বদরুল হক, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা ড. মুহাম্মদ লিয়াকত আলী, মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্ধারণে গাউসিয়া কমিটি মহানগরের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবায়েজিদে ইমন খুনের মামলায় ছাত্রলীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ