রাঙ্গুনিয়ায় চলছে স্মার্ট কার্ড বিতরণ। গত ৬ মার্চ থেকে এই কার্যক্রম শুরু করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। এসময়ের মধ্যে রাঙ্গুনিয়ায় ২ লাখ ৩৮ হাজার ৫শটি স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত শনিবার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনে গিয়ে দেখা যায়, এদিন বিকাল ২টার দিকেও শতশত মানুষ কার্ড সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এভাবে সকাল থেকে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। এমনকি নির্ধারিত কক্ষের ভিতরেও বেপরোয়া অবস্থা। সাধারণ মানুষের আঙ্গুলের চাপ ও চোখের আইরিশ নিতে গিয়েও কক্ষের মধ্যে রীতিমতো ভীড় জমে যাচ্ছে। কার্ড নিতে আসা সাধারণ মানুষ সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা গেছে। অধিকাংশের মুখে নেই মাস্ক। স্বাস্থ্যবিধির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাউকে নিষেধ করছেন না। দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুলছুমা বেগম বলেন, সকাল ৭টায় এসেছি এখন ১১টা বাজে, এখনও ফিঙ্গার পর্যন্ত দিতে পারিনি। একটা লাইনে দাঁড়িয়ে প্রথমে টোকেন সংগ্রহের পর আরেকটি লাইনে দাঁড়িয়ে আঙ্গুলের চাপ ও চোখের আইরিশ এবং অপর আরও একটি লাইনে দাঁড়িয়ে কার্ড সংগ্রহের জন্য যেতে হয়। ফলে মানুষের ভোগান্তি বেড়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা জানান, ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে যারা ভোটার হয়েছেন তারা ভোটার আইডি কার্ড দিয়ে এবং ২০১৯ সালে যারা নতুন ভোটার হয়েছেন তারা ভোটার স্লিপ দিয়ে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। সবাই একসাথে কার্ড নিতে আসায় কিছুটা ভোগান্তি হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বাররা যদি সহযোগিতা করতো তবে এই সমস্যা নিরসন হতো। স্বাস্থ্যঝুঁকির বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষদের মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যসচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু এসব মেনে চলার প্রবণতা কারও কাছেই নেই।