সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম গতকাল আয়োজন করেছে ‘অবিনাশী মার্চ’ শীর্ষক আবৃত্তিসন্ধ্যা। নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে সন্ধ্যে সাতটায় জোটভুক্ত সংগঠনসমূহের আবৃত্তিশিল্পীরা আবৃত্তি পরিবেশনায় অংশ নেন। শুরুতে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে সহ-সভাপতি নিশাত হাসিনা শিরিনের সঞ্চালনায় আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এস. এম. মোস্তফা সরোয়ার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম একাডেমীর মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মছরুর হোসেন।
একক পরিবেশনায় অংশ নেন স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সানজিদা রহমান, শব্দনোঙর আবৃত্তি সংগঠনের করবী চৌধুরী, সানজিদা তারিন, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের জুহি সেনগুপ্তা, দীপা শীল, মুক্তিধ্বনি আবৃত্তি সংসদের নাসরিন তমা, স্পৃহা আবৃত্তি নীড়ের তাওসিফুল হক চৌধুরী দীপ, ফাইরুজ নাওয়াল দূর্দানা, সন্দীপনা আবৃত্তি বিভাগের সিনথিয়া ঋতু, বঙ্গবন্ধু বাচিক বিদ্যালয়ের মাইশা রশীদ, মনোটোনাস আবৃত্তির পোতাশ্রয় অনামিকা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।