পটিয়া পৌরসভার বিদায়ী মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেছেন, ১০ বছর আগে ৫ কোটি টাকা দেনা দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজ বিদায়বেলায় পৌরসভাকে স্বয়ংসম্পন্ন করে সাড়ে তিন কোটি টাকা নগদ এবং কিচেন মার্কেট থেকে শীঘ্রই যোগ হতে যাওয়া ১০ কোটিসহ সর্বমোট সাড়ে ১৩ কোটি টাকা রেখে যাচ্ছি। গত মঙ্গলবার পটিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেয়র ও কাউন্সিলরদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন। পটিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও পৌর সচিব নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম মোহাম্মদ, পৌর কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর আবু ছৈয়দ, কাউন্সিলর রূপক কুমার সেন, কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিলর খোরশেদ গণি, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আকতার। পরে বিদায়ী মেয়র ও কাউন্সিলরদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।