৪০ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ

| বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:৪৯ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ৭ মার্চ সকালে পূর্ব হোসেন আহম্মদ পাড়া মাজার গলি আলী শাহ স্কুল এন্ড কলেজে এক মহিলাকে স্মার্ট কার্ড দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক। এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, শওকত হোসেন, নাজিম উদ্দিন, সাহাবুদ্দিন প্রমুখ। এসময় কাউন্সিলর আবদুল বারেক বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুচারু পদক্ষেপে দেশ আজ স্বনির্ভও দেশে রুপান্তরিত হয়েছে। আজ আমরা নির্বিঘ্নে অত্যন্ত সুন্দর পরিবেশে স্মার্ট কার্ড হাতে পাচ্ছি। বেশির ভাগ মানুষ স্মার্ট কার্ড পেয়ে উল্লসিত। তিনি আরো বলেন, এ স্মার্টকার্ডটি হচ্ছে আমাদের অন্যরকম পরিচয়। এটি সাথে থাকলে মনে করবেন আপনি পৃথিবীর সাথে আছেন। এটা যদি সাথে থাকে তাহলে পৃথিবীর যেখানেই থাকবেন, সেখানেই আপনার পরিচিতি থাকবে। সুতরাং এটাকে যত্ন করে রাখতে হবে। এটার যাতে কোনো রকম অপব্যবহার না হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেনায় শুরু করেছিলাম, রেখে যাচ্ছি সাড়ে ১৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসিএসইতে ১.২৮ কোটি শেয়ার হাতবদল