চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন। সাক্ষাতে চট্টগ্রাম নগরীর বর্তমান উন্নয়ন কার্যক্রম ও ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়। এসময় মেয়র বলেন, আমরা যারা চট্টগ্রামে বসবাস করি মনে করতে হবে চট্টগ্রাম আমাদের। আমি আপনাদের মুখপাত্র। সরকার থেকে সবকিছু নিয়ে নগর উন্নয়ন সম্ভব নয়। আপনাদের সহযোগিতা, চিন্তা -চেতনা, মেধা ও সঠিক পরামর্শ বাস্তবায়নে আমি সবসময় সচেষ্ট থাকব। তিনি চট্টগ্রামের উন্নয়নে শিল্পপতি, ব্যবসায়ী ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, বিএসআরএম-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত ও এজিএম এ কে এম সাইফুদ্দিন খান। সাক্ষাৎকালে মেয়রকে অভিনন্দন পত্র ও ফুলেল শুভেচ্ছা জানান বিএসআরএম কর্মকর্তাবৃন্দ। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বঙ্গবন্ধুকে নিবেদিত একুশে বইমেলায় সহযোগিতার আহ্বান জানালে বিএসআরএম- এর ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন মেয়রকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।