গুগল প্লে বুকসে শিশুদের বই পড়া সহজ করতে নতুন ফিচার

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

অভিভাবকরা যাতে শিশুকে আরও সহজে বই পড়ায় উদ্বুদ্ধ করতে পারেন, সেজন্য নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। নিজেদের ই-বুক ডিজিটাল বিতরণ সেবা প্লে বুকে ফিচারটি দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে চাইলে অভিভাবকরা কোনো বই শিশুদেরকে শোনার ব্যবস্থা করে দিতে পারবেন। খবর বিডিনিউজের।
‘ট্যাপ টু রিড’ ফিচারটি নিজে থেকেই বইয়ের শব্দ পড়ে শোনাবে। শুধু তা-ই নয়, খুব সহজে অর্থও খোঁজা সম্ভব হবে। বইয়ের পাতা নিজে থেকেই উল্টাবে, না-কি অভিভাবক বা শিশু পাতা উল্টিয়ে নেবেন, তা-ও ঠিক করে রাখা যাবে ফিচারটির সাহায্যে। গুগল বলছে, যে কোনো একটি শব্দ বাজিয়ে শুনে নিন বইয়ের যে কোনো পাতা থেকে। পড়ুন বা শুনুন হাজারো শিশুবান্ধব সংজ্ঞা, এগুলোর মধ্যে চিত্র থাকবে যা বোধগম্যতা এবং শেখার ক্ষেত্রে সাহায্য করবে। উল্লেখ্য, গুগল প্লে বুকসের শিশু বান্ধব শব্দকোষে স্বল্প বয়সীদের জন্য শব্দের মানে দেওয়া রয়েছে চিত্রের সঙ্গে। আপনি যখন গুগল প্লে স্টোর বা গুগল প্লে বুকস অ্যাপ ব্রাউজ করবেন, আপনি বয়স ০-৮ বছর বয়সীদের জন্য নিবেদিত বইয়ের বড় ক্যাটালগ পাবেন, আর এগুলোর অধিকাংশতেই পড়ার টুল সচল থাকবে। জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাছাড়া যে কোনো শিশুতোষ বই কেনার আগে বিনামূল্য নমুনা ডাউনলোড করে টুল সচল রয়েছে কি না তা পরীক্ষা করে দেখতে পারবেন ক্রেতারা। সামপ্রতিক পরিবর্তনের আগ পর্যন্ত গুগল প্লে বুকের অভিজ্ঞতা দক্ষ পাঠকদের মধ্যেই সীমিত ছিলো বলে উল্লেখ করেছে ডেইলি পাইওনিয়ারের প্রতিবেদন।

পূর্ববর্তী নিবন্ধ‘শোনো পৃথিবী শোনো’
পরবর্তী নিবন্ধবৈদেশিক সহায়তা : সাত মাসে ছাড় ৩৩৫ কোটি ডলার