চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন একদিন পিছিয়ে ১১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা গতকাল রোববার চট্টগ্রাম এসেছেন। গতকাল রাতে তারা দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে চট্টগ্রামের নেতাদের সাথে মতবিনিময় করেন।
চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সহসভাপতি ফারুক আহমেদ ও জমির সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাপা, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক রহমান পাপ্পু সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম এসেছেন।
উল্লেখ্য, এর আগে ১০ এপ্রিল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। গতকাল কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম আসার পর তাদের সাথে পরামর্শ করে তারিখ একদিন পেছানো হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন আজাদীকে বলেন, ১০ এপ্রিল সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু ওইদিন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট পাচ্ছি না। ১১ তারিখ পেয়েছি। এজন্য কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ-আলোচনা করে ১১ তারিখ নির্ধারণ করেছি।
দীর্ঘ ২১ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০০১ সালে তিন মাসের জন্য ছয় সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর আজ পর্যন্ত কোনো সম্মেলন বা কমিটি হয়নি। যে কারণে হতাশ হয়ে পড়েছেন নেতাকর্মীরা। তবে এখন সম্মেলনকে কেন্দ্র করে সবাই আবার সক্রিয় হয়ে উঠেছেন।