আমি বিদ্যালয়ে যাইনি কোনদিন।
নাম দস্তখত জানি না। অক্ষরজ্ঞান
আমার কখনো ছিলনা। কোন বর্ণ
আমি চিনি না। কেবল চেয়েছি আমি
নদী একটা, চেয়েছি এক আকাশ নীল।
তুমি এসে উঠন্ত বেলায় বললে
ভালবেসে সব দেবে আমায়,
শুধু সাদা পৃষ্ঠায় নির্ভুল টিপ চাই।
আমিও অবোধ বালক ঠিক দুপুরের
আগেই টিপসই দিলাম ভালবাসায়।
তারপর তুমি এক বিস্ময় সমুদ্র।
ঢেউয়ে ঢেউয়ে ভেঙে দিলে পাড়ের জীবন।
আমি এক শূন্যতা কিছুই নেই কোথাও।
আমার জীবন ভাসিয়ে নিলো তোমার বিশাল ঢেউ।