পরম্পরা

কাসেম আলী রানা | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

আমি সমস্ত দিগন্ত ঘুরে-

তোমার জন্য এনেছি সমুদ্রের গভীরতা
আকাশ থেকে বিশালতা,
পাহাড় থেকে দৃঢ়তা,
সবুজ ঘাস থেকে নরম ছোঁয়া,
তুমি আঁচল পেতে তা নিয়েছ, নিয়েছ আমাদের জন্য!

অথচ কী বিস্ময়কর দেখ, তুমি আর আমি ভালোবেসেছি,
ভালোবেসেছি শত চোখকে সাক্ষী রেখে।
এখন শুধু পরস্পর,পরস্পরকে দেয়া-নেয়ার পালা।
এটাই পরম্পরা! এটাই আদিমতা!

সকল মাদক কে না বলেছি,
অথচ তোমার মাদকতায় দিবা নিশী চুর্ণ-বিচুর্ণ হই।
তুমি যদি আদিম রমণী হও,
আমি আমার এ জন্মের সকল সভ্যতা ধ্বংস করে দেব।
লালপরী, আমাকে সভ্যতাহীন করে দাও,
আমি কেবলই তোমাকে নিয়ে মিষ্টি মিষ্টি নোনা জলে
সৃষ্টির সুখেই সুখী হতে চাই।

পূর্ববর্তী নিবন্ধবিচিত্র মানুষ
পরবর্তী নিবন্ধফুলের মতো সুখের তোড়া