পটিয়ার হরিণখাইনে শহীদ মুক্তিযোদ্ধা এম এ ছবুরের বাড়ির যাতায়াতের একমাত্র সড়কটি খানাখন্দকে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। গত ১ মার্চ দুপুর ১২টায় পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের নেতৃত্বে সড়কটি পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী, জামাল উদ্দিন খাঁন, যুগল সরকার, রনজিত দাশ, জাফর আহমদ ও নুরুল আলম। স্থানীয় ইউপি সদস্য শওকত আকবর মুক্তিযোদ্ধাদের কাছে রাস্তাটির বেহাল দশা তুলে ধরে তা শহীদ মুক্তিযোদ্ধা শহীদ এম এ ছবুরের নামে নামকরণ করে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানান। পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মহিউদ্দিন ও সংসদের নেতৃবৃন্দ উল্লেখিত রাস্তাটি মুক্তিযুদ্ধে শহীদ এম এ ছবুরের নামে নামকরণ করে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় সংসদ সদস্য ও হুইপের সুদৃষ্টি কামনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন কোম্পানী, হাজী নুরুল হক, রবিউল হোসেন বাদশা, বদরুল হক, মাওলানা সাইফুল্লাহ আল কাদেরী, হাজী জাফর আহমদ, হাজী জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।