রাউজানে ১৬ বছর আগে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় ট্রাক চালক ও তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কৃষ্ণ পদ বিশ্বাস (৫৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বাসু দা বিশ্বাসের বাড়ি থেকে কৃষ্ণ পদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার প্রয়াত সুজিত বিশ্বাসের ছেলে।
রাউজান থানা সূত্র মতে, গত ২০০৫ সালে হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়। সে সময় ট্রাক চালক কৃষ্ণপদ বিশ্বাসের নামে মামলা রুজু হয় হাটহাজারী থানায়। ২০১৬ সালে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ১৬ বছর আগে সড়ক দুর্ঘটনা মামলার আসামি কৃষ্ণ পদ বিশ্বাস ৩ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর ৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।