মীরসরাইয়ে বাকখোলা গিরিধারী ধামে উৎসব

| শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের বাকখোলা গিরিধারী ধামে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন সম্পন্ন হয়েছে। সুকদেব গোস্বামী মহারাজ ও শ্রীমন মোহিনী বৈষ্ণবের ২৪তম সন্ন্যাস গ্রহণ তিথি উপলক্ষে দেশ ও জাতির সমৃদ্ধি কল্পে উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পৌরহিত্য করেছেন মঠ ও মিশনের অধ্যক্ষ নীরদানন্দ গিরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুরের দুরবিনে
পরবর্তী নিবন্ধশিশুদের ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না: হাই কোর্ট