জামিন পেলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালি

সংঘর্ষ ও ইভিএম ভাঙচুর মামলা

আজাদী অনলাইন | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ৯:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুরের মামলায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালির জামিন মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (৩ মার্চ) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাকে জামিন দেয়। বাংলানিউজ
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল বালির জামিনের বিরোধিতা করি। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করে।
গত ২৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে ১ নম্বর আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন মো. সেলিম (৩৫), আবুল খায়ের (৩৩), আব্দুর রহমান সাদু (৫০), মো. ইব্রাহিম (৫২), আব্দুল কালাম (৪৩), মো. হোসেন (৩৭), মো. জাহেদ (৩৭), মো. মফিজুর রহমান (৪০), মো. আব্দুল জলিল রিপন (৩৮), আব্দুস সোবহান (২৮), সাইদুল হক শাহেদ (৩৮), মো. ইউসুফ (৫৬), শাহাদাত হোসেন নাবিল (২৪), মো. সাইফুল (৩৫), সরোয়ার ওয়াহিদ (৩০), মো. ইফতেখার ইকবাল নাদিম (২৮), মো. জসিম উদ্দিন (৪৭), আবু তৈয়ব (৩৩), আবুল খায়ের টুটুল (৩৬), মো. রুবেল (৩২), মো. আকিব জাবেদ (৩০), মো, জসিম (৩৫), প্রিন্স মারুফ (২৭)।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে গ্রেফতার তিন পুলিশ ২ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধপাওয়া যায়নি অস্ত্র, পালিয়ে গেছে অস্ত্রধারী