নিত্য নতুন কৌশলে আসছে ইয়াবা। মধ্যপ্রাচ্য থেকে আসা চকলেটের মোড়কে বিশেষ কায়দায় প্যাকেটজাত করা হয় ইয়াবা। এরপর বিমানযাত্রী হয়ে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সেই ইয়াবা ছড়িয়ে দেয়া হয় সারা দেশে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশের অনুসন্ধানে।
গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে এভাবেই বিদেশি চকলেট ও বাদামের প্যাকেটে ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীর নাম ইমতিয়াজ ইকরাম কাঞ্চন (৩২)। তিনি কক্সবাজার জেলার হলদিয়া ইউনিয়নের মোস্তফা কামালের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে বলেন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচারে নিত্য-নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে মাদক ব্যবসায়ীরা। গ্রেপ্তারকৃত কাঞ্চন সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের নিয়ে আসা বিদেশি চকলেট ও বাদামের প্যাকেটকে ইয়াবা পাচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।
তিনি বলেন, পদ্ধতিটি এতটাই নিরাপদ যে, এভাবে বিশেষ কায়দায় প্যাকেটজাত করা ইয়াবা আকাশ পথে কঙবাজার ও চট্টগ্রাম থেকে সারা দেশে পাচার করা হচ্ছে। মূলত বিদেশি চকলেট ও বাদামের প্যাকেটগুলো বিশেষ কায়দায় খোলার পর সেখান থেকে খাবারগুলো ফেলে দেয়া হয়। তার পরিবর্তে ঢোকানো হয় ইয়াবা। পরে বিশেষ এক প্রকার গামের মাধ্যমে আবারও প্যাকেটগুলো সিল করে দেয়া হয়। এ কারণে এসব প্যাকেটে যে ইয়াবা আছে বাইরে থেকে দেখে তা বোঝা যায় না।