আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আন্দরকিল্লা ঘাটফরহাদবেগ এলাকার সামাজিক সংগঠন প্রত্যাশা ক্লাবের উদ্যোগে আন্তঃজুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। গতকাল ফাইনাল খেলা শেষে বিজয়ী দল আবদুল জব্বার স্মৃতি সংসদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। রানার্স আপ হয় রফিক স্মৃতি একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রত্যাশা ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের শামীমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সাহেদ আলম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরশাদ মোমেন আশু। বক্তব্য রাখেন ঘাটফরহাদবেগ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আবু সুফিয়ান, বালক বিদ্যালয়ের সভাপতি মো. শিহাব উদ্দীন, সংগঠক মো. ইলিয়াস (সদ্দার), জামাল উদ্দীন, এরশাদ মোমেন মিন্টু, মো. আইয়ুব ও মো. আরিফ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী চতুর্থবারের মত কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।