চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ তালতল মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করে। এর আগে শনিবার রাতে বরমা ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, চন্দনাইশ থানা পুলিশের একটি দল রোববার দুপুর পৌনে ১২টায় পৌরসভাস্থ তালতল মোড় এলাকায় চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে চট্টগ্রামুখী একটি জিপকে থামিয়ে তল্লাশি চালায়। সেখানে ২০ হাজার পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জের আবু কালামের পুত্র মো. মোক্তার হোসেন (৩১) ও মোস্তাক আহমদের পুত্র মো. রিয়াজ আহাম্মেদ রাজুকে (২৬) গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত জিপ গাড়িটিও জব্দ করা হয়। অন্যদিকে শনিবার রাতে উপজেলার বরমা ইউনিয়নের কালিরহাট বাজারে অভিযান চালিয়ে ১৫ লিটার পাহাড়ি চোলাই মদসহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইনজুড়ি মহাজনপাড়া এলাকার মৃত মানিক দেবের পুত্র জগদীশ দেবকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবা ও মদসহ গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে রোববার আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।