শেরে বাংলার (র.) মাজার শরীফের পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন

| সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আলকাদেরী শেরে বাংলার (র.) মাজার শরীফের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল রবিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
নির্মাণ কাজের জন্য যথেষ্ট আর্থিক সামর্থ থাকা সত্ত্বেও আশেক-ভক্ত সুন্নি সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আগামী এক বৎসরের মধ্যে মাজার শরীফের নির্মাণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি জ্ঞাপন করে মনজুর আলম উপস্থিত সকল আশেক-ভক্ত ও ওলামায়েকেরামের দোয়া কামনা করেন।
বক্তব্য রাখেন মওলানা সৈয়দ অছিউর রহমান, মওলানা কাজী মোহাম্মদ মঈন উদ্দিন আশ্রাফী, সৈয়দ মোহাম্মদ এনামুল হক আলকাদেরী। মিলাদ পরিচালনা করেন, মওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভী। মুনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরী। পরিশেষে মাজার শরীফের পুনঃ নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ১৫ লিটার মদ ও ২০ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩