বাঁশখালীতে গুড়িয়ে দেয়া ইটভাটা ফের চালু

পোড়ানো হচ্ছে কাঠ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১ মার্চ, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে জিকঝাক চিমনি ব্যবহার না করে নিয়মবহির্ভূতভাবে বয়লার চিমনি দিয়ে ইটভাটা নির্মাণ করে পাহাড়ি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে গত ১০ জানুয়ারি ৪টি ইটভাটা গুড়িয়ে দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। এরপর নানা প্রক্রিয়ায় ফের চালু করা হয় উক্ত ইটভাটাগুলো। কিন্তু ড্রাম চিমনি ও কাঠ দিয়ে ইট পোড়াতে গিয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় রত্নপুর-ইলশা এলাকা। কিন্ত কেউ প্রতিবাদ করতে পারে না। উপজেলার বাহারছড়া ইউপির ইলশা ও রত্নপুর গ্রামে উক্ত অভিযান পরিচালিত হয়।দুইবার উক্ত ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। এরপরও বর্তমানে ড্রাম চিমনি ব্যবহার করে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅলৌকিক শক্তি!
পরবর্তী নিবন্ধঢাকায় পুলিশের লাঠিপেটায় পণ্ড ছাত্রদলের সমাবেশ