শালবনের শেষ বিকেলের ছায়া ফেলা রোদ

জোবায়দা আক্তার চৌধুরী | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

কিছু কিছু বিকেল আছে মনে রাখার মতো
আজকের বিকেলটাও তেমন
বোঁটা থেকে খসে পড়লো সেগুন পাতারা
ঠিক তখনই মনে পড়লো
তোমার চোখের কথা

শালবনের এখানটাতে সেদিন
শেষ বিকেলে রোদ ছায়া ফেলেছিল
তোমার মায়াবী চোখের পাতারা নড়ে উঠেছিল
সেতারের ঝালাইয়ের শব্দ তুলে
কেঁপে উঠেছিল শালবন
তুমি আমার হয়েছিলে
বলেছিলে জীবনটা আমার হয়ে থাকবে
আমার চোখ নাক কণ্ঠস্বর
আমার আমি
সবই তোমার পছন্দের

আজ তুমি নেই
মায়া নেই ছায়া নেই ভালবাসা নেই
এই শালবন আর আমার বুক খাঁ খাঁ করছে

ফাগুনের ব্যাকুল সন্ধ্যায় আঁধার ধেয়ে আসছে
দশ দিক থেকে
অথচ তোমার আলো জ্বলা চোখের কোণই
জ্বলজ্বল করে উঠছে আমার বুকের ঠিক মধ্যি খানে
যে বুকে মাথা রেখে তুমি চুমু খেয়েছিলে
এখন সেই বুকে-শুধুই হাহাকার …

পূর্ববর্তী নিবন্ধমায়ের বোলে ছন্দ তোলে
পরবর্তী নিবন্ধসময়টা