বাংলার বিজয়

জাহিদ তানছির | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

এতো সেই বাংলা
যার মাঝে লুকিয়ে আছে
হাজারো অনুভূতি,
যার জন্য দিয়েছে কত
বীরেরা আত্মাহুতি।

এতো সেই বাংলা
যার কথায় লেগেছে সুর
মনমাতানো গানে,
যার চেতনায় মাথা উঁচু করি
লাল সবুজের টানে।

এতো সেই বাংলা
যার কারণে শিখেছি লড়াই
আমরা বীরের জাতি,
যার ভাষাতে কথা বলি
মুক্তির উল্লাসে মাতি।

এতো সেই বাংলা
যার মাটিতে সোনা ফলে
কৃষাণের মুখে হাসি,
যার রুপেতে মুগ্ধ হয়ে
বার বার ফিরে আসি।

এতো সেই বাংলা
যার রাজপথ রক্তে ভাসলো
ভাইয়ের তাজা প্রাণে,
যার ভাষাতে কোটি হৃদয়
বিশ্বে বিরল সম্মানে।

এতো সেই বাংলা
যার সৌরভ ফুল-ফলে
প্রকৃতি মায়ায় টানে,
যার ঋতুতে ছয়টি রূপ
ভিন্ন স্বাধ আনে।

এতো সেই বাংলা
যার কাব্যে রূপসী বাংলা
ভালোবাসার কথা বলে
যার প্রলয়ে হাতে হাত রেখে
দূর্বার প্রতিরোধে জ্বলে

এতো সেই বাংলা
যার অর্জন ত্যাগের বিনিময়ে
হারিয়ে যাবার নয়,
তাঁর তরে গভীর শ্রদ্ধা জানাই
গৌরব হে বাংলার বিজয়।

পূর্ববর্তী নিবন্ধঅরুন্ধতী
পরবর্তী নিবন্ধমুখের ভাষা