অরুন্ধতী

আলেয়া আরমিন আলো | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আমার আজন্মের অরুন্ধতী দুটি আঁখি
অভিমানের কাজলে এঁকে জনম ধরেই ঢেকে রাখি।
ইচ্ছেগুলো উড়ুক্কু হয়ে বিজলির মত জ্বলে জ্বলে
আমার কাজলনয়নে শুধুই স্বপ্ন স্বপ্ন খেলে।
রক্তচক্ষুর শাসন বারণে নিয়মনীতির সাধে বাঁধন
সৃষ্টির সূচনা হতেই যে প্রথার শিকলে বাঁধা নারীজীবন!
কাজলচোখে কালো মেঘ মন খারাপের সন্ধ্যা নামায়
দীপ্তিময় স্বপ্নগুলো তিমিরগর্ভে মুখ লুকায়।
অনুভূতির জোনাইগুলো নির্জীবতায় লুটিয়ে পড়ে মনের কোণে
অদম্য আবেগ মৃত্যুর ছটফটানিতে গুমরে মরে হৃদগহীনে।
এমনি করে অহর্নিশই নোনাজলে কাজল ধুয়ে
আর কতকাল দীপ্তআঁখির আগুন যাবো নিভিয়ে!
এসো সখি…. এবার না হয় ঘুরে দাঁড়াই
আসুক অযুত প্রথার দোহাই
এবার চলো কালোচোখে বহ্নিশিখার আলো সাজাই।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ১
পরবর্তী নিবন্ধবাংলার বিজয়