সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া খাশোগিকে আটক বা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন প্রিন্স। দুই বছর আগে দুনিয়াজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্সের সংশ্লিষ্টতার কথা যুক্তরাষ্ট্র এবারই প্রথম প্রকাশ করল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাবুলে সৌদি কনস্যুলেটে গিয়ে নিহত হন জামাল খাশোগি। সৌদি শাসক গোষ্ঠীর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি। খবর বিডিনিউজের।