পতাকা বৈঠক শেষে ২৪ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের মংডুতে বিজিবি ও বিজিপির (বডার গার্ড পুলিশ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিজিবির কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমার।
দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, সকালে টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল মিয়ানমার যায়। সেখানে মিয়ানমারের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গমনের অপরাধে কারাগারে সাজাভোগ করা ২৪ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়। দুপুর ২টার দিকে বাংলাদেশের প্রতিনিধি দল তাদের নিয়ে টেকনাফ জেটিঘাটে ফেরত আসে।
ফেরত আসা ২৪ জন নাগরিকের মধ্যে টেকনাফের ১২ জন, রাঙামাটির ৮ জন, বান্দরবানের ৩ জন ও রাজশাহীর ১ জন বাসিন্দা রয়েছেন। তাদের পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।











