মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সিজিকেএস আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। মরহুম আল্লামা মোঃ ইকবাল এর বাসভবনে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মরহুমের বড় ভাই ইব্রাহিম হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাদেক হোসেন পাপ্পু পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সাদেক হোসেন পাপ্পুকে দলের চেয়ারম্যান, এনামুল হককে সদস্যসচিব ও সাবেক ক্রিকেটার মোঃ ইমতিয়াজ বাবলাকে ম্যানেজার করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে এফ এম আরিফ, রায়হান উদ্দিন রুবেল, আহমেদ ফেরদৌস, মোঃ আসিফ, মোঃ সালাউদ্দিন জাহেদ ও মোশারফ হোসেন লিটনকে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। এছাড়া শাফায়াত হোসেন মুন্না, সাজ্জাদ হোসেন, জিয়াদ হোসেন মিকু, তমাল মোবাস্বির হোসেন, ইশতিয়াক হোসেন, তানভীর হোসেন, সাব্বির হোসেন, তোফাজ্জল হোসেন জিকো, আজহার হোসেন, ইশরাত হোসেন, নাভিদ নেওয়াজ, আবিদ নেওয়াজ, মোঃ শামীম আজাদ রুবেল, আহনাফ আল শাদাফ ও আফনান আহমেদকে সদস্য মনোনীত করা হয়। এছাড়া হারুন-অর-রশিদকে সমন্বয়কারী, মর্তুজা রায়হান মিঠুকে হেড কোচ এবং মোঃ মোমিন খন্দকারকে সহকারী কোচ মনোনীত করা হয়।