ভাষা হচ্ছে সংস্কৃতির প্রধান বাহন। মানুষের মনে স্বদেশপ্রেম ও স্বদেশচেতনা উৎসারণে ভাষা এক উল্লেখযোগ্য শক্তি। যুগে যুগে প্রবল প্রতাপশালী আগ্রাসী শক্তির সামনে অসহায় দুর্বল জাতিগুলো কেবল তাদের স্বাধীনতা হারায়নি, সেসব। বৈদেশিক শক্তির ভাষার আক্রমণে তাদের মাতৃভাষাও হারিয়েছে। বিজয়ী প্রতাপশালীরা সবসময়ই তােেদর ভাষা বিজিত জাতিগুলোর উপর চাপিয়ে দিয়েছে। এভাবে অনেক ভাষা হারিয়ে গেছে।একটি ভাষা বিলুপ্তি মানে সভ্যতার একটি অমূল্য ভাষা ধ্বংস হয়ে যাওয়া। পৃথিবীতে এখনো কম বেশি ২৫ হাজার ভাষা আছে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণ ভাষা আছে প্রায় পাঁচ হাজার। পৃথিবীর কিছু ভাষা আছে, যে ভাষায় মাত্র কয়েক হাজার মানুষ কথা বলে। ভাষা সম্পর্কে ইউনেস্কো বলেছে প্রচলিত হাজার ছয়েক ভাষার মধ্যে কোনো কোনো দেশে প্রচলিত আছে একাধিক ভাষা। আবার এমন কোনো দেশও আছে বৈকি। যাদের কোন মাতৃভাষা নেই। প্রতিনিয়ত অবহেলা অযত্নে ও সংগ্রহের অভাবে এমনকি ভাষার মৃত্যু ঘটছে। মানুষের মুখ থেকে ভাষা হারিয়ে যাওয়া মানে ভাষার মৃত্যু হওয়া। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। এ ভাষা যেন অধিক চর্চায় আরো বেশি মর্যাদাবান হয়, নেই প্রচেষ্টা থাকতে হবে আমাদের।