একুশ আমার পরিচয়

প্রিয়াংকা সরকার | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

অ,আ,ক,খ আমার বর্ণমালা /একুশ আমার পরিচয়- পূর্বাকাশে ঐ সূর্যটাই লাখো শহীদের রক্তের থালা। এই একুশই বুকের ভিতর জমে থাকা আগুনের গোলা-এই একুশ-ই অন্ধকার গহীনে -শকুনের কালো থাবাড় আঁচড়। এই একুশই বাহান্নর কম্পিত রথ মিছিল, স্লোগান, বিক্ষোভ, প্রতিবাদ -রাষ্ট্রভাষা বাংলা চাই চাই-ই একরোখা বাঙালির শপথ। এই একুশই শহীদ মিনার পলাশ শিমুল ফুলের ডালি নগ্নপায়ে হেটে চলা বাঙালির সঙ্গী লাখো শহীদের ব্যানার। এই একুশই ফাগুনের বসন্ত নবান্নের পান্তা-ইলিশের উৎসব একুশ-ই স্বাধীনতা ও ছোটদের বইমেলা -তোমাতেই বাঁচবে বাঙালি অনন্ত।

পূর্ববর্তী নিবন্ধভাষা ও জাতি
পরবর্তী নিবন্ধআবার এলো একুশ