চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। সকালে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম এম ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে ৯০ উইলোস এবং ওল্ড ব্রাইট এসোসিয়েশন পরষ্পরের মোকাবেলা করবে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ইউনাইটেড এর প্রতিপক্ষ এনএমসি বাংলাদেশ। টুর্নামেন্টে ছয়টি দল অংশ গ্রহণ করছে।