ঢাকায় সিপিডিএলের প্রপার্টি ফেস্ট সম্পন্ন

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

১১ দিন ব্যাপী ‘সিপিডিএল প্রপার্টি ফেস্ট, ঢাকা’ এর বিক্রয়সেবা কার্যক্রম গত ১৪ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। এর মধ্যে দিয়ে ঢাকার আবাসন সেবা খাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় চট্টগ্রামের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি সিপিডিএল’র। স্থপতি ও প্রকৌশল পরামর্শকবৃন্দ, ভূমি মালিক এবং সিপিডিএল’র সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে ঢাকার বনানীস্থ অফিসে গত ৩ ফেব্রুয়ারি উদ্বোধন হয় এই প্রপার্টি ফেস্টের। ফেস্টের মূল আকর্ষণ ছিল মেগা সিটি ঢাকার অভিজাত আবাসিক এলাকা বসুন্ধরার দু’টি আধুনিক রেসিডেন্সিয়াল প্রকল্প সিপিডিএল অরুনিমা ও সিপিডিএল অপ্সরা এবং বাণিজ্যিক এলাকা পুরানা পল্টনের কমার্শিয়াল প্রকল্প সিপিডিএল আহমেদ ফোরাম পল্টন। শুরু থেকেই ক্রেতা দর্শনার্থীরা আগ্রহ নিয়ে প্রকল্পগুলোর ব্যাপারে জানতে প্রপার্টি ফেস্টে ভিড় করেন। জুতসই লোকেশন এবং আধুনিক স্থাপত্যশৈলীর প্রকল্প সমূহ গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। গ্রাহকদের চাহিদা মাথায় রেখে ভবিষ্যতে সিপিডিএল ঢাকার আবাসন খাতে আরো ইনোভেটিভ প্রকল্প সংযোজন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুনিরীয়া যুব তবলীগের গাউছুল আজম কনফারেন্স ১৯ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধস্টার এডহেসিভস চট্টগ্রাম রিজিওনের সেলস এন্ড ডিস্ট্রিবিউটর কনফারেন্স