সনাতনী সেবক সংঘের শ্রীশ্রী নব উদয় গীতা বিদ্যাপীঠের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১৪ ফেব্রুয়ারি নগরীর মুরাদপুরস্থ ১ নং রেল গেট এলাকায় ভানেশ্বর দাশের বাড়িতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সনাতনী সেবক সংঘের চেয়ারম্যান জিকু দত্ত, অশোক চক্রবর্তী, নিউটন দাশ, সুমিত রায়, টুটুল চৌধুরী, কৃষ্ণ দা্শ, রুবেল শীল, সজল দাশ, রুবেল দে প্রমুখ। অনুষ্ঠানে শ্রীশ্রী নব উদয় গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের গীতাপাঠ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। সভায় বক্তারা বলেন, গীতা হচ্ছে মানব জীবনের অমূল্য সংবিধান। গীতার শিক্ষায় শিক্ষিত হলে সমাজ ও রাষ্ট্র থেকে সকল অন্যায় অবিচার দূর হবে। গীতার আলোয় নতুন প্রজন্মকে আলোকিত হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












