কেন্দ্রীয় শহীদ মিনারে আইনজীবী সমন্বয় পরিষদের শ্রদ্ধাঞ্জলি

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, সহ-সভাপতি আলী আশরাফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুন, অর্থ সম্পাদক এস এম অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মনজুরুল আজম চৌধুরী, নির্বাহী সদস্য ফাতেমা নার্গিছ হেলনা, এস এম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়হান, সাহেদা বেগম, খায়রুন নেছা, জোহরা সুলতানা মুনিয়া এবং মোমেনুর রহমান।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোক্তার আহমদ, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আবু মোহাম্মদ হাসেম, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, মোহাম্মদ আইয়ুব খান, মো. ফখরুদ্দিন চৌধুরী, মো. মেসবাহ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন খোকন, আনোয়ার হোসেন আজাদ, মো. ওমর ফারুক শিবলী প্রমুখ।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদের মধ্যে ১৩টি পদে জয়লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালবাসা দিবস
পরবর্তী নিবন্ধনব উদয় গীতা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন