চুয়েটে বসন্ত উৎসবে বর্ণিল আয়োজন

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে ফাল্গুন মাসের প্রথম দিবসকে বরণ উপলক্ষে বসন্ত উৎসব-১৪২৭ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা বর্ণিল কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল- পিঠা প্রদর্শনী, স্বরচিত কবিতা ও আলোকচিত্র প্রদর্শনী, বসন্ত দেয়াল লিখন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। গতকাল রোববার বিকাল ৪টায় চুয়েট ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার। এ সময় ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষক-কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগরীব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধশুরু হল স্প্রিং সেমিস্টার শিক্ষার্থীদের ক্লাস