বসন্তের আগমনে চম্পা চক্রবর্তী | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ স্বাগতম ঋতুরাজ বসন্ত মনটা যেন উড়ন্ত। পাখির কূজনে গাছের ডালে তাতে যেন মন মাতালে। ডালে ডালে নতুন পাতা কোকিল ডাকে দুলিয়ে মাথা। রক্তিম বর্ণের শিমুল পলাশ তাই দেখে মিঠে আশ। খুঁজি তোমায় তৃষ্ণার্ত নয়নে ঝড় তুলো মন কাননে।