বৃহত্তর চট্টগ্রামের ছয় পৌরসভায় গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পটিয়া ও চন্দনাইশ পৌরসভায় সহিংস ঘটনা ঘটে। বাকিগুলোতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। এতে কাউন্সিলর পদে নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ভোটের তালিকা দেওয়া হলো।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হলেন ১ নং ওয়ার্ডে মোহাম্মদ নাছির ১২৭০ ভোট পেয়ে নিবাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল খালেক পেয়েছেন ৪৯ ভোট। ২ নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন ১৪৬০ ভোটে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্জীব দাশ পেয়েছেন ১০৬৯ ভোট। ৩ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন আজাদ ১২০৪ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ছৈয়দ পেয়েছেন ৫১৪ ভোট। ৪ নং ওয়ার্ডে গোফরান রানা ১৩৭৯ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবছার পেয়েছেন ১০৬৪ ভোট। ৫ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জসিম উদ্দিন নির্বাচিত হন। ৬ নং ওয়ার্ডে শফিউল আলম ১৩২৭ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল দাশ বাবু ৭৭৯ ভোট। ৭ নং ওয়ার্ডে কামাল উদ্দিন বেলাল ৬৪৫ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন ৪১৮ ভোট। ৮ নং ওয়ার্ডে সরোয়ার কামাল রাজিব ১৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মান্নান ৩৪০ ভোট। ৯ নং ওয়ার্ডে শেখ সাইফুল ইসলাম ১৪৩৯ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়া চৌধুরী ভুট্টু ৪৫৮ ভোট।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বুলবুল আকতার ৩২২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম ১৭২৭ ভোট। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ইয়াসমিন আকতার চৌধুরী ৫০৮৩ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী জোৎস্না আক্তার ৮১৪ ভোট। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ফেরদৌস বেগম ২৮৬৮ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা ইয়াছমিন ২৭৪৫ ভোট।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে অজয় দত্ত ৫৭৮ ভোট পেয়েছেন। মুহাম্মদ আবদুল করিম ৬, মো. জাহেদুল ইসলাম ৬৯, মো. শাহেদুল ইসলাম ৯১৪, সুজন সরকার ২৬২, সুলতান মঈনুদ্দিন মোরশেদ চৌধুরী ৯৭ ভোট পেয়েছেন।
২ নং ওয়ার্ডে আবদুস সবুর ৫২৩ ভোট, কেএম হামিদ উদ্দিন ২৪, মো. ইউছুপ ৭৩৬, মো. কামাল হোসেন চৌধুরী ৪২৮, মো. নুরুল ইসলাম ৯০৮, মো. মোজাম্মেল ইসলাম সোহেল ১৩ ভোট পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দীন চৌধুরী ৮৩৫, মো. আনোয়ার হোসেন ৭৪৫ ভোট পেয়েছেন। ৪ নং ওয়ার্ডে মো. আবদুল কাদের ৫৩, মো. নাসির উদ্দীন ৫৩৯, মো, মাসুদুর রহমান ৮০৮, মো. গোলাম মোস্তফা ৩১৪ ভোট নিয়েছেন। ৫ নং ওয়ার্ডে মো. নুরুল কবির ৪৪৭, মো. শাহ আলম ৭৭৬, মো. সেলিম ৫৬৬, সুবাস কান্তি বড়ুয়া ১ ভোট; ৬ নং ওয়ার্ডে আইয়ুব মিয়া ১০, আবদুল হক ৪৬৬, মো. মাহাবুবুল কবির ৫৬৫, মো. শাহাদাত হোসেন ৭৯, মো. ছৈয়দ ৬৯, মোরশেদুল আলম ১০৪৪, মো. ওমর ফারুক ৪৮, সরওয়ার ইসলাম ৩৫; ৭ নং ওয়ার্ডে আবু ছাদেক ৭০৩, মো. ফরিদ আহমদ চৌধুরী ৬, মো. শওকত হোসেন ২৬৫, মো. মোজাম্মেল হক চৌধুরী ৯৪২, মো. ফারুক আলম ১১৬, মো. হেলাল উদ্দীন চৌধুরী ৪২৯; ৮ নং ওয়ার্ডে আবদুল জলিল ২৪, কাজী মোহাম্মদ সেলিম ২৩৫, মো. আবদুর রহিম ৯৫৫, মো. আবু তৈয়ব ১৪২৮, সিরাজুল ইসলাম ২০১; ৯ নং ওয়ার্ডে মামুনুল ইসলাম চৌধুরী ৬৯, মুহাম্মদ সেকান্দার হোছাইন সোহেল ১১৫, মো. খোরশেদ আলম সবুজ ৫১৫, মো. মোসলেম মিয়া ৫৬, মো. আমিনুল হুদা চৌধুরী ৪৬, মো. লোকমান হাকিম ৯২০ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে খোরশেদা বেগম ২৪০৮, শিরিন আকতার ৩৫৬৯; ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে কহিনুর আকতার ১৭১৯, জান্নাতুল ফেরদৌস ১২০৭, জান্নাতুল ফেরদৌস মিনু ১৩০১, সুমি বড়ুয়া ১৩১৯; ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে তাহেরা বেগম চৌধুরী ২২৪৪, রাজিয়া বেগম ১৬৫৪, হাছনারা বেগম ২৯৩৫ ভোট পেয়েছেন।
সাতকানিয়া : সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়ায় সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রিটার্র্নিং অফিসার আতাউর রহমানের দেয়া তথ্যমতে, ১ নং ওয়ার্ডে এনামুল কবির ১৩৫৪ ভোট, গোলাম ফেরদৌস ৮৬০, মো. শাহজাহান ২৪, আবুল কাশেম ২১; ২ নং ওয়ার্ডে খোরশেদ আলম ৯২৬, মোহাম্মদ আলী ৭৭২, মো. ওসমান গনি ৬৩৭, মো, ওয়াহিদুল আলম ৫৮৭; ৩ নং ওয়ার্ডে একেএম মোর্শেদ ৯৭৬, মো. মহিউদ্দিন ৫৭৫; ৪ নং ওয়ার্ডে আবু বকর ছিদ্দিক সোহেল ৭৫৪, রফিকুল কাদের ৬৩০, মো. নুরুল হক ৪৯১, মো. শামসুল হক ২৫৬; ৫ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম ৯২০, সারওয়ার কামাল ৩২৬, মো. নুর নাছিম ২৭৭, নুরুল ইসলাম ২৩২, মো. আখতার হোসেন ১০৯, এম এ মান্নান ৫১, মো. রফিক ৩১, মো. ফরিদুল আলম ১১; ৬ নং ওয়ার্ডে মো. সাইফুল আলম সোহেল ৬৯৭, মোস্তাফিজ ৫৬৪, রাশেদুল ইসলাম ৪১৮, মো. জাহাঙ্গীর আলম ৯৬, সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ ৮৩; ৭ নং ওয়ার্ডে মো. আরফাত উল্লাহ ১৩৬১, মো. নবাব রকিব ৫৮৩, এস এম শাহ এমরান ৩২৪, আবদুল গফুর ২৪; ৮ নং ওয়ার্ডে মো. রাশেল উদ্দিন ৭২৯, মো. নুরুল আবছার ৫৯২, সৈয়দ হোসেন ২৮৩, গোলাম কবির ১৯২, মো. সাইফুদ্দিন দুলাল ১৮৫, মো. কাউছার আলম ১৫৬, জানে আলম ২৮, মো. মকছুদুর রহমান চৌধুরী ২২, আবু বক্কর ছিদ্দিক ১৪, মো. খলিলুর রহমান চৌধুরী ১৩; ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ আবদুল হালিম ১৩৭১, হুমায়ুন কবির চৌধুরী ১০০৩, মোহাম্মদ আনোয়ার হোসেন ৮৩৮ ও শিকুআরা বেগম ৭১ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত-১-এ মাছুমা বেগম ৫৭৪৪ ভোট, দিলু আরা বেগম ৯৪৪; সংরক্ষিত-২-এ শাহনাজ পারভীন ২৩৩১, মারজানা আকতার ২২৩৯, হাসিনা আকতার ১৩০০; সংরক্ষিত-৩-এ আফরোজা আকতার শারমিন ৩৭৮২, ইসরাত জাহান সোনিয়া ১৯৭৮ ও সামসাদ বেগম ১৬৯৬ ভোট ভোট পেয়েছেন।
মাটিরাঙা : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এমরান হোসেন ৬৩৭ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম ৫৭৬ ভোট। ২ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী ১২২৮ ভোটে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোরশেদ আলম সুমন ৫৩৫ ভোট। ৩ নং ওয়ার্ডে মো. আলাউদ্দিন লিটন ৫৩৬ ভোটে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম ৩৯১ ভোট। ৪ নং ওয়ার্ডে মো. আলমগীর হোসেন ৬৩২ ভোটে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল হাওলাদার ৪৪২ ভোট। ৫ নং ওয়ার্ডে মো. রাকিবুল হাসান ৮৭৪ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলি মিয়া ৪০০ ভোট। ৬ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম ৬৫৩ ভোটে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিমেল চাকমা ৩২৬ ভোট। ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান ৪৩৪ ভোটে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হায়দার ভুঁইয়া ৩৮০ ভোট। ৮ নং ওয়ার্ডে মো. তৌফিকুল ইসলাম ৬৬৮ ভোট বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওয়ালিউল্লাহ ওলি ৩১৮ ভোট। ৯ নং ওয়ার্ডে সফিকুর রহমান ৫৫২ ভোটে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুল ইসলাম ৪৭৪ ভোট।
১ নং সংরক্ষিত ওয়ার্ডে ময়না বেগম ২১৮৫ ভোটে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহেদা আকতার ২০৫৫ ভোট। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে মনোয়ারা বেগম ২২৭০ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনেউ চৌধুরী নয়ন ১১৪০ ভোট। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে জয়নব বিবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, ১ নং ওয়ার্ডে মো. নাছির উদ্দিন ৭৫৯ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল খায়ের ৭২২ ভোট। ২ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী ৯৩১ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের ২৯৯ ভোট। ৩ নং ওয়ার্ডে অজিত কান্তি দাস ১ হাজার ৭২ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহরম আলী ৬০৪ ভোট। ৪ নং ওয়ার্ডে মো. ওমর ফারুক ৮৪২ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিমুল দাস ৫৩৬ ভোট। ৫ নং ওয়ার্ডে মংমংসিং ১ হাজার ২৬৪ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী থুই চিং প্রু লুবু ৮৩৩ ভোট। ৬ নং ওয়ার্ডে সৌরভ দাস শেখর ৯৭১ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ রেজাউল করীম পেয়েছেন ২৩০। ৭ নং ওয়ার্ডে মো. হারুন সরদার ৩৬৫ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শামীম হোসেন ৩৪২। ৮ নং ওয়ার্ডে কামরুল হাসান বাচ্চু ৯২৭ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান খোকন ৭৮৩ ভোট। ৯ নং ওয়ার্ডে মো. সেলিম ১ হাজার ৩৩৫ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির উদ্দিন ৯৮৩ ভোট।
সংরক্ষিত আসনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে দিপিকা রানী তঞ্চঙ্গা ২ হাজার ৪৬৯ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশিদা আকতার ২ হাজার ১১৫ ভোট। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এমেচিং ৩ হাজার ২৪ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহা বেগম ১ হাজার ৬৫৮ ভোট। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে শাহানারা আকতার ২ হাজার ৯৪৮ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাহিমা বেগম। গীতারানী দে গুরাটুনি পেয়েছেন ১ হাজার ৭০৬ ভোট।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, ১ নং ওয়ার্ডে ২৫৮৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান চৌধুরী ১০৫৪ ভোট। ২ নং ওয়ার্ডে ১৩৮৮ ভোটে নির্বাচিত মো. করিম আকবর। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক ১২১০ ভোট। ৩ নং ওয়ার্ডে ৮৫৫ ভোটে নির্বাচিত পুলক দে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নেয়াজ আহমেদ ৬২৩ ভোট। ৪ নং ওয়ার্ডে ১৪২৬ ভোটে নির্বাচিত নুরন্নবী। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বাবু ৬৮৯ ভোট। ৫ নং ওয়ার্ডে ১৩২৭ ভোটে নির্বাচিত বাচিং মারমা। নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আবছার ৭৮৭ ভোট। ৬ নং ওয়ার্ডে ১৪৫২ ভোটে নির্বাচিত রবি মোহন চাকমা। নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন্দ্র চাকমা ১০৪১ ভোট। ৭ নং ওয়ার্ডে ২৮৬৭ ভোটে নির্বাচিত জামাল উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল আলম রবি ১১৪৮ ভোট। ৮ নং ওয়ার্ডে ২৫০৯ ভোটে নির্বাচিত কালায়ন চাকমা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল বিশ্বাস ১৪৯১ ভোট। ৯ নং ওয়ার্ডে ১৫২৫ ভোটে নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার চাকমা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন টিটু ১০৪৬ ভোট।
১ নং মহিলা সংরক্ষিত ওয়ার্ডে ৪৫৮৪ ভোটে নির্বাচিত হয়েছেন জোসনা বেগম। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালেহা আক্তার ১৭২৭ ভোট। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ১৯৭৫ ভোটে নির্বাচিত হয়েছেন নির্মলা দেওয়ান। নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তরা সেন ১৯৪১। ৩ নং ওয়ার্ডে ৩৬২১ ভোটে নির্বাচিত হয়েছেন জুবাইতুন নাহার। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজ্ঞা জ্যোতি পেয়েছেন ২৯৮১ ভোট।












