অস্পষ্ট

নাসরিন জাহান মাধুরী | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

একটা সময়ে সব কিছু ম্লান হয়ে যায়
ম্লান আলোতে জীবন রেখা অস্পষ্ট
ধূসর জানালার কাচে প্রকৃতিও অচেনা
যেমন দূরভাষে কথোপকথন থেমে যায়
বিপন্ন ক্রোধে কিংবা ভালোবাসায়…
তারপর চুপচাপ থেমে থাকে সব
আলো অন্ধকার মিলেমিশে একাকার…
আমি তুমি আমরা কেউ কারো নই
অন্তহীন প্রতীক্ষা ভেসে বেড়ায় পাখির
পালকের মতো নিঃশব্দে…
একদিন সব খেলা শেষ হলে
পড়ে থাকে মাটির পুতুল নিতান্ত অবহেলায়

পূর্ববর্তী নিবন্ধচেনা সুর অচেনা সময়
পরবর্তী নিবন্ধভালোবাসি