তোমায় নিয়ে কখনো হারাতে চাই যদি,
চলে যাব অনেক দূরে—
নির্জনতার পাহাড় হতে বইছে যেখানে নদী।
নদীর ওপার থাকবে গাঙচিল
আকাশ নীলে উড়বে শঙ্খচিল,
আমরা দুজন ঠিক তাদেরই মতো
উড়বো বলে ছুঁয়ে যাব হৃদয় অবিরত।
চোখে রেখে চোখ, নীরব ভাষায় কথা
হাতে রেখে হাত শুধুই নীরবতা
বয়ে যাবে ক্ষণ, মিলবে মনে মন
সোহাগ ভরে মেঘ আকাশ ছোঁয় যেমন।
নির্জনতার প্রহর হঠাৎ যাবে জেগে
বেহাগ রাগে সেতার বাজবে নদীর টেউয়ে
দুলবে পবন নাও আঁচড়ে নদীর বুকে
কূল হারানো নদী বইবে মোহন সুখে।
ফিরবে না আর নদী কুল হারিয়ে তটে
ছুটবে নিরবধি সাগর সঙ্গমে
ভয় কি পাবে নদী,
যদি কুলটা নাম রটে!