সাবেক ছাত্রলীগ নেতার অফিস ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

জ্বালিয়ে দেয়া হলো তিন মোটরসাইকেল

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে ছাত্রলীগের সাবেক সভাপতির ব্যবসায়িক অফিস ভাঙচুর ও তিনটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার আবুতোরাব বাজারে একদল যুবক অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওমর ফারুকের ব্যবসায়িক প্রতিষ্ঠান এফ এন্টারপ্রাইজে ভাঙচুর করে। এ সময় সামনে থাকা ছাত্রলীগ কর্মী রায়হানসহ কয়েকজনের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় হামলাকারীরা। অফিস ভাঙচুর করে নগদ লক্ষাধিক টাকা, ৩২ ইঞ্চি এলইডি টিভি, ইন্টারনেট রাউডার, আইপিএস ও চেকবই নিয়ে যায়। এ সময় ককটেল বিস্ফোরণ করে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়। এ ঘটনায় এফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রলীগের মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছিল।
মীরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা বলেন, উক্ত ঘটনার সাথে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নাই। কারো ব্যবসায়িক দ্বন্দ্ব বা ব্যক্তিগত শত্রুতার জেরে বিশৃংখলার দায় ছাত্রলীগ নেবে না।
মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমরা জেনেছি। এই ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। শীঘ্রই বিষয়টি নিয়ে দলীয় তদন্ত কমিটি গঠন করা হবে।
মীরসারই থানার ওসি মুজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে হামলাকারীরা চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধএক বছর পর প্রথম রায় আসছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে
পরবর্তী নিবন্ধগণ্ডামারায় প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৬