দেশে দুই দিনে টিকা নিলেন ৭৭ হাজার ৬৬৯ জন

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

সারাদেশে করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর দ্বিতীয় দিনে ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন। এ নিয়ে গত দুদিনে সারাদেশে ৭৭ হাজার ৬৬৯ জন কোভিড-১৯ টিকা নিলেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। রোববার টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন। গতকাল সোমবার যারা টিকা নিয়েছে, তার মধ্যে ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ এবং ১০ হাজার ৬৬৬ জন নারী। টিকায় আগ্রহ বাড়ছে, বাড়িয়ে দিচ্ছে সাহস। অধিদপ্তরের এমআইএসের (মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন যারা টিকা নিয়েছে, তাদের মধ্যে ৯২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এর আগের দিন ২১ জনের সামান্য উপসর্গ হয়েছিল। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৫ লাখ ১২ হাজার ৫ জন টিকা নিতে নিবন্ধন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সারাদেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় টিকাদান, চলে দুপুর আড়াইটা পর্যন্ত। এদিন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতাল থেকে ৭ হাজার ১৭৮ জন টিকা নিয়েছে। ঢাকার ৪৭টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি ৮৯৮ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম দিনের আড়াই গুণ বেশি টিকাদান ২য় দিনে
পরবর্তী নিবন্ধমশক নিধনে তিন করণীয় নির্ধারণ